একবারের বেশি ব্যবহার করা যায় না অর্থাৎ ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করছে চীন। চলতি বছরের মধ্যেই একবার ব্যবহারযোগ্য ব্যাগ চীনের প্রধান প্রধান শহরগুলোতে নিষিদ্ধ করে দেয়া হবে। ২০২২ সালের মধ্যে এসব ব্যাগ নিষিদ্ধ হবে অন্যান্য শহর এবং মফস্বল এলাকাতেও- এমনি একটি পরিকল্পনা হাতে নিয়েছে চীন।
গতকাল রোববার চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন প্লাস্টিক সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করে।এতে জানা যায়, আগামী পাঁচ বছর ধরে নীতিমালাগুলো বাস্তবায়ন করা হবে।
নতুন নীতিমালায় বলা হয়েছে,
২০২২ সালে সব শহর ও মফস্বল এলাকায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হলেও তাজা পণ্য বিক্রয়কারী বাজারগুলোকে ২০২৫ সাল পর্যন্ত এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হবে।প্লাস্টিক ব্যাগ যা ০.০২৫ মিলিমিটারের চেয়ে পাতলা এমন ব্যাগ উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করে দেয়া হচ্ছে।
২০২০ সালের মধ্যে চীনের রেস্টুরেন্ট শিল্পেও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। রেস্টুরেন্ট খাত সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে, তাদেরকে অবশ্যই ব্যবসায় সব ধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।এছাড়া হোটেলগুলোকে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে অতিথিসহ সবাইকে বহু ব্যবহারের অযোগ্য প্লাস্টিকের জিনিস বিনামূল্যে দেয়া বন্ধ করতে হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন সাময়িকী ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র গবেষণা অনুসারে, ২০১০ সালে এই বর্জ্যের পরিমাণ ছিল ৬ কোটি টন। ওই বছর যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ছিল ৩ কোটি ৮০ লাখ টন।গবেষণায় বলা হয়েছিল, প্লাস্টিক ব্যবহারের যে বৈশ্বিক চিত্র বর্তমানে দেখা যাচ্ছে তেমনটা ২০২৫ সাল নাগাদ হতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।
পরিস্থিতি সামলাতে তাই চীনের নতুন এই পদক্ষেপ।তবে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এটাই চীনের প্রথম প্রচেষ্টা নয়। এর পূর্বে ২০০৮ সালে দেশটি খুচরা বিক্রেতাদের পণ্য বিক্রির সময় ক্রেতাদেরকে বিনামূল্যে প্লাস্টিক ব্যাগ দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অতিরিক্ত পাতলা প্লাস্টিক ব্যাগ উৎপাদনও তখন নিষিদ্ধ করা হয়েছিল।