রাজশাহীর পুঠিয়ায় এবার রেকর্ড পরিমান জমিতে পেয়াজ রোপন করেছেন স্থানীয় চাষীরা। অনুকূল আবহাওয়া বিরাজ করলে এ বছর পেঁয়াজের বাম্পার ফলনের আশা করছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় ৪ হাজার দু’শ হেক্টর জমিতে পেয়াজ চাষ হচ্ছে। এর মধ্যে ৮৫০ হেক্টোর ডেমনা পেয়াজ রয়েছে। অনুকুল আবহাওয়া ও রোগ প্রতিরোধ করতে পারলে প্রায় ৯৫ হাজার মেট্রিক টন পেয়াজ উৎপান আশা করা যাচ্ছে। বিগত বছর এই উপজেলায় মোট ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে পেয়ার রোপন করা হয়। আর উৎপাদন হয় ৬৮ হাজার ৮৫০ মেট্রিক টন। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৮০০ হেক্টর জমিতে বেশী পেয়াজ রোপন হচ্ছে।
উপজেলার পেয়াজ খ্যাত ভালুকগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখাগেছে, গত কয়েক বছর পূর্বেও যে জমিতে জলাবদ্ধতা থাকতো এখন সে জমি গুলোতে পেয়াজ চাষ হচ্ছে। অনেকই এই পতিত জমি গুলোতে পেয়াজ চাষে সফলতা পেয়েছেন। এরই উদাহরণ দিয়েছেন নাপিত পাড়ার আবেদ আলীর ছেলে ইব্রাহিম হোসেন। তিনি বলেন, এলাকার শত শত হত দরিদ্র কৃষকের ভাগ্যের পরিবর্তন এসেছে কেবলমাত্র পেয়াজ চাষে।
অপর চাষী আবুল হোসন বলেন, এ বছর পেয়াজের বাজার খুবই ভালো পেয়েছি। বাজারে চাহিদা ও পেয়াজের সঠিক মূল্যে পেলে সব সময় চাষীদের আগ্রহ থাকবে। এবার পেয়াজের দাম ভালো পাওয়ায় কৃষকদের আগ্রহ অনেক বেড়েছে। যা ফলে এ বছর প্রায় দ্বিগুণ পরিমাণ জমিতে পেয়াজ রোপন করা হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শামসুনাহার ভূঁইয়া বলেন, ভালো মূল্যে পাওয়ায় কৃষক বিগত বছরের তুলনায় এ বছর অনেক বেশী পেয়াজ রোপন করছেন। আমরা সার্বক্ষণিক পেয়াজ চাষীদের হাতে কলমে প্রশিক্ষণ, বীজ ও পেয়াজ উৎপাদনে পরামর্শ দিচ্ছি। অনুকল আবহাওয়া বিরাজ করলে এবার পেয়াজে বাম্পার ফল হবে বলে আশা করা হচ্ছে।