সাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে।
আজ শনিবার ( ১৬ মে ২০২০) রাতেই গভীর নিম্নচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে । এবারের ঘূর্ণিঝড়ের নাম হবে ‘আমফান’। যদিও আগেই এই ঝড়ের নাম ঠিক হরা হয়েছিলো। ঝড়টি কোন উপকূলে আছড়ে পড়বে এ বিষয়ে এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়।
কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগুবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর। এদিকে, করোনা পরিস্থিতির এই সময় ঘূর্ণিঝড় এলে উপকূলবাসীর জন্য জন্য এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।
করোনার কারণে যেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করার কথা বার বার বলা হচ্ছে সেখানে আশ্রয়কেন্দ্রগুলোতে কী হবে তা নিয়েই সংশ্লিষ্টরা আশঙ্কায় আছেন। তবে দুর্যোগ অধিদফতর জানায়, তারা সম্ভাব্য সব প্রস্তুতি নিতে শুরু করেছে।