শনিবার সন্ধ্যা ৬ থেকে পরবর্তী ২৪ পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার দেশের বিভিন্ন বৃষ্টি হওযার সম্ভাবনা রয়েছে। যা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কয়েক স্থান ও ঢাকা, কুমিল্লা, খুলনা এবং সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে যে, আগামী দুই দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে এবং পরে পরবর্তী ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।