আমাদের জানা আছে পরীক্ষা অনুযায়ী একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসাবে বিবেচিত হয়।
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবার (১১ জানুয়ারি ২০২০) সকালে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
জনবহুল এ ঢাকা শহরের সকাল ৮টা ৫১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ছিল ২০৭, যার মানে হলো শহরের বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর”। যা আমাদের জন্য খারাপ একটা অবস্থা।
আর এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ্য রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এসময় আজ শনিবার ভারতের দিল্লি এবং বসনিয়া হার্জেগোভিনিয়ার সারাজেভো যথাক্রমে ৩০২ ও ২৪১ স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে।
একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হলো বাতাসের মান ভালো। আর তা আমাদের জন্য ভালো। সূচকে ৫১- ১০০ স্কোরের মধ্যে থাকলে বুঝতে হবে বাতাসের মান গ্রহণযোগ্য বলেও ধরে নেওয়া হয়। আর সূচকের স্কোর ১০১ – ১৫০ হওয়ার অর্থ হলো এই যে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য খুবই অস্বাস্থ্যকর।