আগারগাঁওয়ের বাজারে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ইউএনআইডিওর অভিযান
পরিবেশ অধিদপ্তরের (ডিওই) নেতৃত্বে এবং জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) এর কারিগরি সহায়তা ও নরওয়ের দূতাবাসের আর্থিক সহায়তায় ঢাকার আগারগাঁওয়ের তালতলা বাজারে একটি clean-up অভিযান পরিচালিত হয়।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের (এসইউপি) ব্যবহার কমানো এবং টেকসই প্লাস্টিক ব্যবহারের প্রচারই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহারের এবং সামুদ্রিক বর্জ্য প্রতিরোধের প্রকল্পের অংশ হিসেবে, এই উদ্যোগ ভোক্তা সচেতনতা ও কর্মসূচি বৃদ্ধিতে কাজ করে।
পূর্বে বিভিন্ন বিদ্যালয় ও মৎস্য সম্প্রদায়ে ১১টি clean-up কার্যক্রম সফলভাবে পরিচালনার পর এবার স্থানীয় বাজার অংশীদারদের সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. জাকি উজ জামান এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড ১) ড. আব্দুল হামিদ। তালতলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনআইডিও ও ডিওই পলিথিন ব্যাগের বিকল্প উপকরণ বিতরণ করে এবং বাজারে বিদ্যমান পলিথিন সংগ্রহের জন্য বিন ও বিজ্ঞপ্তি বোর্ড স্থাপন করে। বিডি ক্লিনও এই clean-up কার্যক্রমে অংশগ্রহণ করে প্লাস্টিক অপসারণে সহায়তা করে।
ইউএনআইডিও ও নরওয়ের সরকার ডিওই এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে একসাথে কাজ করে প্লাস্টিক দূষণ কমাতে এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।