বৃষ্টির পর বর্তমানে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের তীব্রতা কিছুটা কম হলেও সামনের সপ্তাহগুলোতে এর পরিমাণ আরও বাড়বে।তবে আগামী মার্চ মাসের বৃষ্টির পর দাবানল নিভে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির আবহাওয়া অফিস। আর এই বৃষ্টি হলেই চলমান দাবানল থেকে মুক্তি পেতে পারে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া আবহাওয়া অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত কয়েক মাস ধরে চলমান এই ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, গৃহপালিত পশুপাখি ও বন্যপ্রাণী।প্রাণহাণি ঘটেছে ২৫ জন মানুষের।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোয়ালা।জানা যায়, এই অঞ্চলে বসবাসরত ৪৩ হাজারের কোয়ালার মধ্যে বেঁচে আছে মাত্র ৯ হাজার।
অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস থেকে জানা যায়, দেশটির পুর্ব উপকূলীয় এলাকায় আগামী মার্চ মাসের ১ তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। তবে অস্ট্রেলিয়ান আবহাওয়া অফিস জানিয়েছে, এবারের দাবানল নিভতে প্রচুর বৃষ্টির প্রয়োজন।