31 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৮:০৬ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
বিশ্ব প্রকৃতি সুরক্ষায় তহবিল তিনগুণ করার দাবি
পরিবেশ গবেষণা

বিশ্ব প্রকৃতি সুরক্ষায় তহবিল তিনগুণ করার দাবি

বিশ্ব প্রকৃতি সুরক্ষায় তহবিল তিনগুণ করার দাবি

প্রকৃতিকে রক্ষা করতে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনতে চলতি দশকে বৈশ্বিক বার্ষিক ব্যয় তিন গুণ করা একান্ত জরুরি। এ জন্য ২০৩০ সালের মধ্যে প্রয়োজন ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার।

এবং ২০৫০ সাল নাগাদ এই ব্যয় ৫৩৬ বিলিয়ন ডলারে উন্নীত করা দরকার। জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রকৃতির সুরক্ষায় ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং সরকারকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে পরিবেশ আজ বিশাল হুমকির মুখে। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে খরাসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এই বিপর্যয় থেকে পৃথিবীকে রক্ষা করতে প্রকৃতির সুরক্ষা জরুরি।



জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (UNEP) নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসন প্রতিবেদনটি প্রকাশের সময় বলেন, প্রকৃতি রক্ষায় প্রয়োজনীয় তহবিল অনেক বিশাল মনে হলেও পৃথিবী ও আমাদের নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য এটা আসলে খুবই প্রয়োজন।

আমাদের স্বাস্থ্য, আমাদের কর্মসংস্থান, আমাদের জীবনমান, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের নির্মাণ করা ঘরবাড়ি এবং আমরা যা খাই সেসব খাবার ও পানি, সবকিছুই আমাদের প্রকৃতির কার্যকর ব্যবস্থার ওপর নির্ভরশীল।

ইউএনইপির জলবায়ু তহবিল শাখার প্রধান ইভো মুলদার বলেন, প্রকৃতি রক্ষায় সবার এগিয়ে আসার এখনই উপযুক্ত সময়। তবে এই পদক্ষেপ অবশ্যই ন্যায়সঙ্গত এবং টেকসই হতে হবে। এটা করা অসম্ভব কিছু নয়।

প্রকৃতির সুরক্ষার জন্য ২০২০ সালের বার্ষিক তহবিল ছিল ১৩৩ বিলিয়ন ডলার। এসব তহবিলের ৮৬ শতাংশ সরকারি খাত থেকে এসেছে, আর বাকি অর্থ এসেছে বেসরকারি খাত থেকে।

ইউএনইপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি অর্থ সাধারণত জীববৈচিত্র্য রক্ষা, বনাঞ্চল এবং জলাভূমি সংরক্ষণ, পুনরুৎপাদনশীল কৃষি ও জলাধার সংরক্ষণে ব্যয় হয়েছে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত