31.4 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১১:৩৫ | ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
দুর্গন্ধ ছড়াচ্ছে গবাদি পশুর মৃতদেহ, পরিবেশ দূষণের আশঙ্কা। অতিষ্ট চরাঞ্চলের মানুষ
পরিবেশ দূষণ

দুর্গন্ধ ছড়াচ্ছে গবাদি পশুর মৃতদেহ, পরিবেশ দূষণের আশঙ্কা। অতিষ্ট চরাঞ্চলের মানুষ

দুর্গন্ধ ছড়াচ্ছে গবাদি পশুর মৃতদেহ, পরিবেশ দূষণের আশঙ্কা। অতিষ্ট চরাঞ্চলের মানুষ

ঝড়ের কবলে পড়ে ভোলার চরাঞ্চলে গবাদি পশু ও পাখির মৃতদেহ দুর্গন্ধ ছড়াচ্ছে। গত সাত দিনে এসব মৃত গবাদি পশু-পাখি অপসারণ না করায় পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

দুর্গন্ধের ফলে অতিষ্ট চরাঞ্চলের মানুষ। শুধু তাই নয়, মৃত পশু ও পাখির দুর্গন্ধের কারণে চরাঞ্চলের পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে রোগব্যাধি দূত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বন্যপ্রাণীর মধ্যে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, পরিকল্পিত উপায়ে খুব দ্রুত মৃত গবাদি পশুর মরদেহ অপসারণের দাবি জানিয়েছে চরাঞ্চলের মানুষ।

স্থানীয় এলাকাবাসী জানায়, ঝড়ে মৃত গবাদি পশু-পাখি চরাঞ্চলের বাগানে, গভীর জঙ্গলে, রাস্তার পাশে ও ফসলের ক্ষেতে এবং পুকুর-খাল ও নদীতে ভাসছে। এসব মৃত পশু থেকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর বলে আশঙ্কা করা হচ্ছে।

চর শাহজালাল দ্বীপের বাসিন্দা মো. নাসির বলেন, আমাদের চরে ঝড়ে একটি মহিষ, দশটি ছাগলি এবং দশটি ভেড়া মারা গেছে। সেগুলো বিভিন্ন বাগানে ও ফসলের ক্ষেতে এবং পানিতে ভাসছে। মৃত পশু গুলোকে কুকুর ও শেয়ালে খাচ্ছে। পথে পথে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার ফলে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ৩০টি চরে প্রাণিসম্পদের ক্ষতি হয়েছে। তারমধ্যে ঢালচর, নিজাম চর, কুকরি মুকরি চর, মোজাম্মেল চর, নজরুল চর, জহিরুল উদ্দিন চর, চর হাসিনা, কলাতলীর চর, বদনার চর, চর পিয়াল, চর সামসুদ্দিন, মাঝের চর, মদনপুর, চর পাতিলা এবং চর তাড়ুয়ার ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।



জেলা প্রাণিসম্পদ দপ্তরের হিসেব অনুযায়ী, এসব চরে ৯৪টি গরু, ৯৭টি মহিষ, ৪৫টি ছাগল, ১৭৬টি ভেড়া, ৮ হাজার ১৮৪টি মুরগি ও ৩ হাজার ৮৪টি হাঁস মারা গেছে।

অন্যদিকে, পাঁচ হাজার ৫৮৭টি গরু, তিন হাজার ৬৫৯টি মহিষ, ১১ হাজার ৬১২টি ছাগল, ২৫১টি ভেড়া, ৪০ হাজার ৭৫৯টি মুরগী এবং ১৭ হাজার ১২৩টি, হাঁস জোয়ারে ভেসে নিখোঁজ রয়েছে।

কুকরী-মুকরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, চর পাতিলার পুরো দ্বীপে অন্তত ১৫ থেকে ২০টি গরু-মহিষ মারা গেছে। পথে ঘাটে, চরে বা পানিতে ভাসছে মৃত গবাদি পশু। এসব মৃত পশু প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এগুলো দ্রুত অপসারণ করা দরকার।

ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার জানান, ঝড়ে কলাতলী চরে অন্তত অর্ধশতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে বিভিন্ন এলাকায় ১২টি গরু ও মহিষ বিভিন্ন এলাকায় পড়ে থাকতে দেখা গেছে। মৃত পশুর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এসব পশু অপসারণের কোনো উদ্যোগ বা পরামর্শ দিচ্ছেন না।

বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, মৃত গবাদি পশু পাখির কারণে আমাদের বনের বন্যপ্রাণির মধ্যে প্রভাব পড়ার সম্ভাবনা থাকলেও তা খুবই কম। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি। তবে এতে পরিবেশের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পানিও দূষিত হয়ে পড়বে। তাই এসব মৃত পশু অপসারণ করা জরুরি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল জানান, চরে যেসব গরু-মহিষ, ছাগল এবং পশু-পাখি মারা গেছে, সেগুলো খুব দ্রুত অপসারণের জন্য আমরা দ্রুত নির্দেশনা দিয়েছি। মৃত পশু গুলো মাটি চাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মীরা কাজ করছে। পরিবেশ যাতে কোনভাবেই দূষিত না হয় তাই দ্রুত অপসারণ হচ্ছে।

তিনি বলেন, জেলায় ৩০ চরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি ২৬ লাখ। এরমধ্যে, মৃত প্রাণির ক্ষতি ১ কোটি ২১ লাখ ৬৮ হাজার ১৫০ টাকা। বাকি ক্ষতি হয়েছে পশুর খাদ্য, খাবার এবং অবকাঠামোর।

তিনি আরো বলেন, চরে যেসব গবাদি পশু নিখোঁজ রয়েছে, তার বেশিরভাগই পাওয়া গেছে। সেই তালিকা তৈরির কাজ চলছে। এছাড়াও নিখোঁজের মধ্যে যদি মৃতপশু পাওয়া যায় তবে সেগুলো ক্ষতির তালিকায় আসবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত