26 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১:৫৪ | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
ঢাকা উত্তর সিটির যে সকল স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে
স্বাস্থ্য কথা

ঢাকা উত্তর সিটির যে সকল স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে

ঢাকা উত্তর সিটির যে সকল স্থানে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে

গত কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা গেছে। গত বছরে এপ্রিল মাসের চেয়ে এবছর এপ্রিল মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেশি মানুষ প্রিাণ হারিয়েছে।

অভিজ্ঞতার ভিত্তিতে এবছর ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য ঢাকা উত্তর সিটি চিরুনি অভিযান চালানোর উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৬ মে থেকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ওয়ার্ড পর্যায়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দেওয়ার জন্য ১০ মে থেকে ডিএনসিসির আওতাধীন সকল বাসাবাড়ি, ভবন ও প্রতিষ্ঠানগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এডিস মশার প্রজননস্থল পরিলক্ষিত হলে জরিমানা করার কথাও উল্লেখ করা হয়েছে আগেই।

এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি এরই মধ্যে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম শুরুরও পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের জন্য ডিএনসিসি এলাকার ৫টি নগর মাতৃসদন ও ২২টি নগর স্বাস্থ্যকেন্দ্রে ১১ মে এই কার্যক্রম শুরু হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএনসিসি।



বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

এসব কেন্দ্রে ইতিমধ্যে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে বলেও সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ছে।

নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর ঠিকানাগুলো নিম্ন তুলে ধরা হলো:-

  • অঞ্চল ১ (উত্তরা)
    নগর মাতৃসদন, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-৯২, রোড-১২, সেক্টর-১০, উত্তরা মডেল টাউন, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-২, কবরস্থানের উত্তর–পূর্ব পাশে, রোড-১০/এফ, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ২৩৫/২৩৬, দারোগাবাড়ি, মধুপুর চৌরাস্তা ফায়দাবাদ, উত্তরা মডেল টাউন, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ১৫০ আশকোনা মেডিকেল রোড, এয়ারপোর্ট, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৩৪/৪ কাজীবাড়ি রোড, কুড়িল চৌরাস্তা, কুড়িল, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, বাড়ি–৩২৫, আনিচবাগ, কলেজ রোড, চেয়ারম্যান বাড়ি, ঢাকা।
  • অঞ্চল-২ (মিরপুর-২)
    নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-১, বাড়ি-ডি/৩, সেকশন-৭, আরামবাগ (আ/এ), মিরপুর (মিল্কভিটার পাশে), ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-২, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, বাড়ি-৬, ব্লক-এফ, রোড-৩, সেকশন-২, মিরপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ব্লক-এফ, রোড-৩, সেকশন-১, মিরপুর, ঢাকা।
  • অঞ্চল-৩ (গুলশান)
    নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-২, ৫৯৯ বড় মগবাজার, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৫৯৪ মধুবাগ, মগবাজার, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, মহাখালী গ/১৬/এ, আমতলা, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ১৭১ উত্তর বাড্ডা, ঢাকা।
  • অঞ্চল-৪ (মিরপুর-১০)
    নগর মাতৃসদন, ৪/বি/বি, দ্বিতীয় কলোনি, মাজার রোড, মিরপুর-১, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-১, নেকি বাড়ির টেক, ২য় কলোনি, হরিরামপুর, মিরপুর-১, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-২, বাড়ি-২৭, রোড-১১, কল্যাণপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ১৯২/১ মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৪, ৫৯১ উত্তর কাফরুল, চেয়ারম্যান বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৫, ৩৮৬ মুন্সিবাড়ি রোড, উত্তর ইব্রাহিমপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
  • অঞ্চল-৫ (কারওয়ান বাজার)
    নগর মাতৃসদন, ৩/৫ খ, বাঁশবাড়ি, মোহাম্মদপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৩, ৬৫/ভি, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৬, পাল সমিতি, রায়েরবাজার, ঢাকা।
    নগর স্বাস্থ্যকেন্দ্র-৭, ৬৪ পশ্চিম আগারগাঁও, ঢাকা।
“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত