30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৪:৪৮ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
কোস্টারিকা বিশ্বের প্রথম প্লাস্টিক ও জীবাশ্ম-জ্বালানী মুক্ত দেশ
প্রাকৃতিক পরিবেশ

কোস্টারিকা বিশ্বের প্রথম প্লাস্টিক-মুক্ত, জীবাশ্ম-জ্বালানী মুক্ত দেশ হতে যাচ্ছে

কোস্টারিকা বিশ্বের প্রথম প্লাস্টিক-মুক্ত, জীবাশ্ম-জ্বালানী মুক্ত দেশ হতে যাচ্ছে

২০২১ এর মধ্যে কোস্টারিকায় একক ব্যবহৃত হয় – এমন সকল প্লাস্টিক পণ্য এবং জীবাস্ম- জ্বালানী (পেট্রোল, ডিজেল, অকট্রেন, গ্যাস, কয়লা ইত্যাদি) বিলুপ্তি ঘটবে। এমনকি ২০৪০ সালে কোষ্টারিকায় সেনাবাহিনীর বিলু্প্ত করার কর্মসূচী গ্রহন করেছে।

২০২১ সালের মধ্যে কোস্টারিকা একবার ব্যকহৃত প্লাস্টিক পণ্য এবং জীবাস্ম- জ্বালানী মুক্ত বিশ্বের ১ম দেশ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

এ বছরের শুরুর দিকে রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ কালে কার্লোস আলভারাডো কুইসাদা ঘোষণা করেছিলেন যে, জীবাশ্ম জ্বালানী নিষিদ্ধ করার কার্যক্রম তিনি গ্রহণ করার  এবং বিশ্বের কার্বণ ণি:সরণমুক্ত সমাজের  প্রথম সদস্য হওয়ার উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি বলেন,” আমাদের ভবিষ্যত বংশদরদের জন্য কার্বণ ণি:সরণমুক্ত দেশ হওয়া বিশাল একটি কাজ এবং কোস্টারিকা যদি এ কাজে ১ম নাও হয়, তবে প্রথম দেশগুলোর মধ্যে একটি হবে।”

ইহা দিবা:স্বপ্নের মত শুনতে মনে হলেও, কোস্টারিকা ইতোমধ্যে ঐ পর্যায়ে পৌঁছে গেছে।

কোস্টারিকার প্রায় ৯৯% বিদ্যুৎ উৎপাদন হয় নবায়নযোগ্য উৎস হতে, যেমন, নদীউৎস (জলস্রোত, টেউ), আগ্নেয়গিরি, ভূ-তাপীয়, বায়ু এবং সৌর শক্তি ইত্যাদি হতে।

চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
চিত্রে কোষ্টারিকার নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের ছবি দেয়া হল।
Pailas Geothermal Power Plant/Costa Rica
Pailas Geothermal Power Plant/Costa Rica
Balkhash Thermal Power Plant/Costa Rica
Balkhash Thermal Power Plant/Costa Rica

২০১৭ সালে দেশটি একাধারে ৩০০ দিন পর্যন্ত শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ দ্বারা চলেছে। সম্প্রতি সরকার ভূর্তকির মাধ্যমে সকল গ্যাস চালিত গাড়ী বিদ্যুৎতের মাধ্যমে চালানোর প্রকল্প উদ্বোধন করেছে।



রাষ্ট্রপতি তার উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, “যখন আমরা স্বাধীন জীবনের ২০০ বছরের কাছাকাছি পৌঁছে যাব তখন আমরা কোস্টারিকাকে এগিয়ে নিয়ে যাব এবং উদযাপন করব … আমরা ইতোমধ্যে আমাদের পরিবহণ থেকে পেট্রোল এবং ডিজেল সরিয়ে নিয়েছি।”

কয়লা এবং পেট্রোলিয়ামের পাশাপাশি, দেশটি একক-ব্যবহারের প্লাস্টিকগসমূহকে যাদুঘরে রাখার লক্ষ্য স্থির করেছে।

গত বছর সরকার ঘোষণা দিয়েছে যে, ২০২১ সালের মধ্যে একক- ব্যবহারের প্লাস্টিক পণ্য দেশ হতে দূর করা হবে।

তখন হতে প্লাস্টিক পণ্যের পরিবর্তে ১০০% পূণ:ব্যবহারযোগ্য বা পচনশীল ( recyclable or biodegradable) এবং পেট্রোলিয়াম ভিত্তিক নয় এমন পণ্য বাজারে এনেছে।

কোস্টারিকা যাতে তার লক্ষ্য পূরণ করতে পারে তার জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচী (United Nations Development Program- UNDP) অর্থনৈতিক এবং কারিগরিক সহায়তা প্রদান করছে।

অর্থনীতিবিদ মুনিকা আরায়া, কোস্টারিকার  একজন টেকসইতা বিশেষজ্ঞ এবং কোস্টারিকার  লিম্পিয়া (কোষ্টারিকার একটি নাগরিক প্লাটফ্রম যা পরিছন্ন উন্নয়ন অর্থাৎ কার্বনমুক্ত উন্নয়ন এবং গনতন্ত্রে উদ্দিপনা/উৎসাহ দেয়) এর  পরিচালক, ”ডেমোক্রেসি নাও ( Democracy now!)” এর সাথে একটি সাক্ষাৎকারে আরও বিশদভাবে বলেছেন।

উক্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, পাওলা ভেগা নামে কংগ্রেসের একজন খুব যুবতী মহিলা সদস্যা রয়েছেন। তিনি একটি খসড়া করেছেন তা পূরণ করার জন্য তিনি দুটি আইনের প্রস্তাব দিয়েছেন।

একটি কার্বণ নি:সরণ বন্ধ এবং অন্য পরিকল্পনাটি সেই ধারণার সাথে যুক্ত যাতে সেনাবাহিনী বিলুপ্তির কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই বিশ্বের শিশুরা এমন একটা দেশের গল্প শুনতে শুনতে বড় হউক যে দেশের কোন সেনাবাহিনী নাই।

তিনি আরও বলেন, ”আমরা উন্নয়ন পরিকল্পনায় কিশোর – যুবকদের মতামত গ্রহন করি।”

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, জলবায়ু পরিবর্তনকে অস্বীকারকারী দক্ষিণপ্ন্থী দলের নেতা জায়ের বলসোনারো ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের পর ব্রাজিল জাতিসংঘের জলবায়ু ২০১৯ শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করায় কোষ্টারিকা তা আয়োজনের প্রস্তাব দিয়েছিল।




Reference: Democracy now!, OneGreenPlanet, Return to Now and Google Image.

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত