31 C
ঢাকা, বাংলাদেশ
বিকাল ৪:২১ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
করোনাভাইরাস মহামারীর কিভাবে পাল্টে দিচ্ছে কৃষি ও পশুপালন
কৃষি পরিবেশ

করোনাভাইরাস মহামারীর কিভাবে পাল্টে দিচ্ছে কৃষি ও পশুপালন

করোনাভাইরাস মহামারীর কিভাবে পাল্টে দিচ্ছে কৃষি ও পশুপালন

করোনাভাইরাস এরই মধ্যে পাল্টে দিয়েছে জীবনের স্টাইল। মানুষ নতুন করে ভাবা শুরু করেছে। করোনা মহামরীর  সংকট থেকে কিভাবে উত্তরণ সম্ভব সে বিষয়েই এখন ভাবছেন মানুষ। গবেষকগণ বিভিন্ন দিক থেকে গবেষণা করছে। করোনার কারণে যে বিপর্যয় দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য মানুষ এখন কি পদক্ষেপ গ্রহণ করবে।

অনেক দেশের কৃষিকেই বেশি মূল্যায়ন করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন একটু জমিও যেন ফাঁকা না থাকে। সকল জমিই কোনো না কোনো আবাদের আওতায় আনতে হবে। করোনায় অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার থেকে উত্তরণের জন্য কৃষি কতটা ভূমিকা রাখতে পারবে ?

অন্যদিকে কৃষিতে কি পরিবর্তন আসতে চলেছে এ বিষয়ে চলতে বিভিন্ন আলোচনা। করোনা কিভাবে পাল্টে দিচ্ছে কৃষি কাজরে ধরণ। কৃষি ও পশুপালনে করোনা কতটা প্রভাব বিস্তার করছে। ধারণা করা হচ্ছে আগামী ৫০ বছরের মধ্যে মানুষের দুই-তৃতীয়াংশই শহরে বাস করবে। তাহলে এবার শহরেই চাষাবাদ হবে ? 

খামারে পশুপালন নিয়ে ভাবনা

বিজ্ঞানীরা এখনও জানেন না ঠিক কিভাবে কোভিড-১৯ এর উৎপত্তি হয়েছে৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে সোয়াইন ফ্লু এবং বার্ড ফ্লু শূকর এবং মুরগি থেকে ছড়িয়েছে এটা অন্তত নিশ্চিত৷ মহামারীর ঝুঁকি বাড়তে থাকা এবং এর সঙ্গে প্রাণীদের সংযোগ পাওয়ায় খামারে পশুপালন নিয়ে নতুন করে শুরু হয়েছে চিন্তা-ভাবনা৷

বন্যপ্রাণীর ব্যবসা

এখন পর্যন্ত গবেষকেরা ধারণা করছেন করোনাভাইরাস ছড়িয়েছে চীনের উহানের বন্যপ্রাণীর বাজার থেকে৷ মহামারীর আগে বন্যপ্রাণীর বিশাল ব্যবসা সম্পর্কে মানুষের ধারণা কমই ছিল৷ কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীন সরকার দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ১৯ হাজার বন্যপ্রাণীর বাজার বন্ধ করে দেয়৷



স্থিতিশীল খাতের সন্ধানে

মহামারী আমাদের খাদ্য সরবরাহেও ব্যাঘাত সৃষ্টি করেছে৷ লকডাউন ও বিশ্বব্যাপী যোগাযোগ বন্ধের ফলে এই খাত স্থানীয় পর্যায়ে মানুষের কাছে খাবার সরবরাহে নানা পন্থা বেছে নিয়েছে৷ পশুচারণ থেকে শুরু করে শ্রমিক সংকট সবক্ষেত্রেই কৃষকেরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন৷ তাদের অপেক্ষা সব স্বাভাবিক হওয়ার অথবা বিকল্প কোনও পথ খুঁজে নেওয়ার৷

শহুরে চাষবাস বাড়ছে

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন বাড়িতে আটকা পড়ে আছেন৷ তাদের অনেকেই ছাদে বা বারান্দায় সীমিত পরিসরে হলেও কৃষি কাজ করছেন৷ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এটি ভালো ফল বয়ে আনতে পারে৷ ২০৫০ সাল নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই শহরে বাস করবে৷ ফলে তখন শহুরে চাষবাস ও খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ পাশাপাশি স্বল্প খরচ ও জমির চাহিদার কারণে পরিবেশে তা ভালো প্রভাব ফেলবে৷

প্রকৃতির ওপর চাপ কমছে

২০৫০ সালের দিকে পৃথিবীর জনসংখ্যা ছাড়াবে ১০০০ কোটি৷ ফলে খাবারের উৎপাদনও বাড়াতে হবে সে হারেই৷ এতদিন কৃষিজমির পরিমাণ বাড়ানোকেই এর একমাত্র সমাধান হিসেবে বিবেচনা করা হতো৷ কিন্তু শহরে চাষাবাদ বাড়তে থাকায় এই সংকটের নতুন সমাধান মিলতে পারে৷

উদ্ভিজ্জ আমিষের খোঁজ

মাংসের চাহিদা যত বাড়ছে, স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে পাল্লা দিয়ে৷ এক গবেষণায় দেখা গেছে চীনে উদ্ভিজ্জ পণ্যের দিকে মানুষ ঝুঁকছে৷ পশ্চিমা দেশগুলোতেও বেশ কয়েক বছর ধরে এ প্রবণতা দেখা যাচ্ছে৷ করোনাভাইরাস মহামারী এই প্রবণতা আরও ত্বরান্বিত করতে পারে৷

খাদ্য নিরাপত্তা

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কোভিড-১৯ উন্নত দেশের চেয়ে উন্নয়নশীল দেশে প্রভাব ফেলবে বেশি৷ জাতিসংঘ এরইমধ্যে ভয়াবহ খাদ্যসংকটের হুঁশিয়ারি দিয়েছে৷ দুর্ভিক্ষ রোধে জরুরি ত্রাণ সরবরাহ, খাবার সরবরাহের ব্যবস্থার পাশাপাশি দীর্ঘমেয়াদে নানা ধরনের শস্যের চাষ, কৃষি জমির সুরক্ষাসহ নানা দিক নিয়ে ভাবতে হবে দেশগুলোকে৷ ডয়েচে ভেলের সূত্রে বাংলাদেশ প্রতিদিন

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত