42.2 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ২:৩৮ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
প্রাণী বৈচিত্র্য

উপযুক্ত পরিবেশ থাকায় সাফারি পার্কের দুই পরিবারে নতুন অতিথি

করোনাভাইরাস মহামারীতে দেশের সকল পর্যটন কেন্দ্র এখন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেশিরভাগ মিল কলকারখানাও। ফলে প্রাকৃতিক পরিবেশ আর জীববৈচিত্র্যের বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে। আপন গতিতে চলতে শুরু করেছে প্রাণীরাও। পার্কে থাকা প্রাণীদের মধ্যে ফিরে এসেছে অন্য রকম দৃশ্য। এরই মধ্যে পরিবেশ অনুকুলে থাকায় সব কিছুর পরিবর্তন লক্ষ্য করাে গেছে।

করোনা–পরিস্থিতিতে সুখবর দিয়েছে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। সেখানকার জেব্রার পালে বৃহস্পতিবার এক শাবকের জন্ম হয়েছে। আর গত ১৮ মে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ডের ঘরে আসে নতুন অতিথি। জন্মের পর বাচ্চাগুলো মায়ের সঙ্গে পার্কের ভেতর বন্য পরিবেশে বিচরণ করছে।

বঙ্গবন্ধু সাফারি পার্কের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জন্ম নেওয়া কমন ইল্যান্ডের বাচ্চাটি পুরুষ। জেব্রাশাবকের লিঙ্গ নির্ণয় করা যায়নি। নিরাপত্তার জন্য এরা কিছুটা নির্জন স্থানে নবজাতককে নিয়ে অবস্থান করে। তাদের দিনের বিভিন্ন সময় বনের ফাঁকফোকরে দেখা যায়। এর আগে পার্কে ৭টি পুরুষ ও ১১টি নারী জেব্রা ছিল। কমন ইল্যান্ড ছিল দুটি।

পার্ক কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্তভাবে বসবাস করে কমন ইল্যান্ড। একই বেষ্টনীতে জেব্রারও বসতি। পার্কের কোর সাফারির একটি অংশ আফ্রিকান সাফারি জোন হিসেবে তৈরি করা হয়েছে। পার্কে এখন বাচ্চাসহ ১৯টি জেব্রা ও তিনটি কমন ইল্যান্ড আছে।

পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, কমন ইল্যান্ড সাধারণত এক সঙ্গে একটি বাচ্চার জন্ম দেয়। এদের গর্ভধারণের সময় ৯ মাস। বন্য পরিবেশে এদের গড় আয়ু ২০ থেকে ২৫ বছর। নারী কমন ইল্যান্ড দুই থেকে তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। পুরুষ প্রাপ্তবয়স্ক হয় চার থেকে পাঁচ বছরে। জেব্রারাও একসঙ্গে একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভধারণের সময় পার করে। এদের গড় আয়ু ২০ বছর। পুরুষ জেব্রা চার বছরে ও নারী জেব্রা তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়।

পার্কের আরেক ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, কমন ইল্যান্ড ও জেব্রাদের দলবেঁধে বসবাস করার স্বভাব। দক্ষিণ আফ্রিকায় বন্য অঞ্চলে এদের অবাধ বিচরণ। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে এ প্রাণীগুলো। উপযুক্ত পরিবেশ পেয়ে বাচ্চার জন্ম দিচ্ছে সাফারি পার্কে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘জন্মের পরই আমাদের নজরে আসে শাবক দুটি। কিছুক্ষণ পরপর মায়ের দুধ পান করছে শাবকগুলো। আমরা মা ও শাবকদের দিকে আলাদা নজর রাখছি। শাবক দুটি সুস্থ আছে। পার্কে নিবিড় ও উপযুক্ত পরিবেশ পেয়ে অনেক প্রাণীই বাচ্চার জন্ম দিচ্ছে।’

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত